গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী::
মহেশখালী থানার পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী সহ ওয়ারেন্ট ভুক্ত পলাতক ৪ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
১০ জানুয়ারী (শুক্রবার) গভীররাতে মহেশখালী থানার এসআই মহসীন চৌধুরী পিপিএম সঙ্গীয় এসআই মহিউদ্দিন, এএসআই এজাহার মিয়া, এএসআই লিংকন ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, জিআর-২৭৩/১৪ (মাদক) মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী মহেশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পুটিবিলা দাসী মাঝি পাড়ার মৃত উজির আলীর পুত্র আবদু শুক্কর (৩২), জিআর-২৭৯/১৫ (হত্যা) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা এলাকার হায়দার আলীর পুত্র বাবুল মিয়া। (৩৭), জিআর-১৩/১১ (অস্ত্র) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জাকের আহমেদের পুত্র এরশাদ উল্লাহ (৩২) এবং জিআর-১৩৬/১২ (অস্ত্র) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কোনাপাড়া এলাকার আবুল কাসিমের ছেলে মোঃবাদল (৪০)।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ জানান, ক্রাইমজোন মহেশখালীর অপরাধ দমাতে থানা পুলিশ জিরো টলারেন্স গ্রহণ করেছে।
কক্সবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ হত্যা ও অস্ত্র মামলার ৪ জন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমাতে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে মহেশখালী থানায় যোগদানের পর থেকে একের পর এক আসামী আটক ও মামলা নিষ্পত্তি করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অল্প সময়ের মধ্যে জনসাধারণের ভালোবাসা অর্জন করে প্রশংসায় ভাসছেন এসআই (উপপরিদর্শক) মহসিন চৌধুরী (পিপিএম), মহেশখালী থানায় এস আই মহসিন চৌধুরী পিপিএম যোগদানের প্রথম মাসেরই বিভিন্ন মামলায় দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত ৩৭ জন আসামীসহ,ওয়ারেন্টভুক্ত, মাদক,
সামাজিক দাঙ্গা,ও নানাবিধ অসামাজিক কার্যকলাপে জড়িত ৬৬জন আসামীকে গ্রেপ্তার করে রেকর্ড করেন এবং গত দুইমাস টানা সেরা হয়ে কক্সবাজার জেলায় ২৯ বার শ্রেষ্ঠত্বের পুরষ্কার পেয়েছেন।