গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী ::
চলমান পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ভেজাল খাবার বিক্রি বন্ধের লক্ষ্যে,মহেশখালী
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বড় মহেশখালী নতুন বাজারে ভ্রাম্যমান অভিযান চালানো হয়েছে।
রবিবার ১০ এপ্রিল দুপুরে মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালান-উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানিয়েছেন- রহমত, মাগফিরাত ও নাজাতের অপার মহিমা নিয়ে বছর ঘুরে মাহে রমজান প্রায় সমাগত। অথচ এ পবিত্র মাসের আগমনকে পুঁজিকরে একশ্রেণীর কালোবাজারী অসাধু ব্যবসায়ী বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও দ্রব্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করে। ফলে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটে।
এতে রোজাদার সাধারণ দরিদ্র জনগোষ্ঠী,বিশেষ করে নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষকে নিদারুণ ভোগান্তি পোহাতে হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির উদ্দেশে খাদ্যপণ্য মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ।
নিয়মিত লাভের পরিবর্তে ক্রেতা-সাধারণকে ঠকিয়ে এবং সংকটের আবহ সৃষ্টি করে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা অমানবিক। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে ধর্মপ্রাণ ব্যবসায়ীদের সব সময় বিরত থাকা উচিত।
এ অভিযানে কোন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি, কেবল ব্যবসায়িদের প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙ্গানো , মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি না করা,দাঁড়ি পাল্লার পরিবর্তে ডিজিটাল মিটারে পণ্য পরিমাপ করা ও অতিরিক্ত মূল্য আদায় না করার জন্য সতর্ক করা হচ্ছে ।
এ অভিযান অব্যাহত থাকবে,পরবর্তীতে কোন ব্যবসায়ী এ সব শর্ত লংঘন করলে আইনানুযায়ী জেল জরিমানা করা হবে। অভিযান চলাকালে সাথে ছিলেন- মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট,আনসার সদস্য সহ সংশ্লিষ্ট জন।