শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীতে চিকিৎসক আব্দুস শুক্কুরকে পিটিয়ে হত্যার অভিযোগ,আটক ৩

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::

দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার এলাকার আব্দুস শুক্কুর (৬৫) নামে একজন গ্রাম্য পশু চিকিৎসককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল ১১টার দিকে হোয়ানক ইউনিয়নের ডেইল্যা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশখালী থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে।

নিহত আব্দুস শুক্কুর (৬৫) একই ইউনিয়নের ছনখোালা পাড়া গ্রামের মৃত বদিউল আলমের পুত্র বলে জানা গেছে।

নিহতের বড় ছেলে নুরুল আবছার বলেন, আমার পিতা আজ সকালে একা ডেইল্যা ঘোনা এলোকায় নিজের জমি দেখতে গিয়েছিলেন। সেখানে মোর্শেদ, মকছুদ, জয়নালসহ দখলদার চক্র আরও ১০/১৫ জন পূর্বপরিকল্পিতভাবে লোহার রড,হাতুড়ি, দা নিয়ে হামলা করে। এসময় আমার পিতা তাদের বারবার বুঝিয়ে নিবৃত্ত করার চেষ্টা করেও রেহাই পাননি। তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে অমানুষগুলো। আমি এ হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। দোষীদের ফাঁসি চাই।

ঘটনাস্থাল পরিদর্শন করেন- কক্সবাজার জেলা পুলিশের সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার)।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, জমির বিরোধের এ হত্যাকান্ড হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

নিহত পরিবারের দাবী, জমির মালিকানার স্বপক্ষে তারা উচ্চ আদালত থেকে রায় পেয়েছেন। কিন্তু জমিটি একটি পক্ষের দখলে ছিল। শুক্রবার সকালে আব্দুস শুক্কুর ওই জমিতে একা যান এবং উচ্চ আদালত থেকে রায় পাওয়ার বিষয়টি প্রতিপক্ষের লোকজনকে বলেন। এসময় মারামারির ঘটনাা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুস শুক্কুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের পর। ঘটনার পরপরই আমরা তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছি।


আরো খবর: