গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী::
বাংলাদশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীতে গ্রামীণ মাটির রাস্তা সমুহ টেকসই করণের লক্ষে হেরিং বন্ড (এইচবিবি) করণ শীর্ষক সমাপ্ত প্রকল্পের আওতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা কনফারেন্স হল রুমে উন্নয়ন ধারা’র আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সঞ্চলনায় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে হেরিং বোনবন্ড (এইচবিবি) করণ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইএমইডি,পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান (অতিরিক্ত সচিব) এস এম হামিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্মসচিব) পুলক কান্তি বড়ুয়া,আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয় সহকারী পরিচালক মোঃআমিনুর রহমান, উপ প্রকল্প পরিচালক হেরিং বোনবন্ড করণ (এইচবিবি) ২য় পর্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে মোহাম্মদ আওলাদ হোসেন।
উপস্থিত ছিলেন-কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মহেশখালী উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক এডভোকেট শেখ কামাল,কালামারছড়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ,বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের প্যানাল চেয়ারম্যান দলিলুর রহমারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক,গনমাধ্যমকর্মী উপকারভোগী,সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।