রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীতে ইউপি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে কঠোর অবস্থানে প্রশাসন!

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১১ জুন, ২০২২

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী ::

কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার দুই ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন আগামী ১৫জুন নিরপেক্ষ শান্তি পূর্ণ উৎস মুখর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

১১জুন শনিবার সকাল ১১ টায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ও কালারমার ছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে জেলা ও উপজেলা প্রশাসন ও প্রার্থীদের নিয়ে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় উপজেলা নির্বাচন অফিসার বিমেলেন্দু কিশোর পালের সঞ্চালনায়,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ ইয়াছিনের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কালে জেলা প্রশাসন মোঃ মামুনুর রশীদ বলেন-

নির্বাচনে কোন ব্যক্তি বা গোষ্টর প্রভাব কাজে আসবে না। যারা কেন্দ্রে বিশৃংখলা সৃষ্টি করবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ,জেলা নির্বাচন অফিসার শাহাদাত হোসেন,এএসপি সার্কেল আবু তাহের ফারুকী,মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃআব্দুল হাই পিপিএম সহ র‍্যাব‚পুলিশ‚গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।


আরো খবর: