নয়াদিল্লি, ০৪ জুলাই – ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রে নিয়ন্ত্রণহীন একটি ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জন দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও দুই ডজন মানুষ। মঙ্গলবার মুম্বাই থেকে ৩০০ কিলোমিটার দূরে মুম্বাই-আগ্রা হাইওয়েতে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার সকালের দিকে ধুলে জেলার মধ্যপ্রদেশ সীমান্ত লাগোয়া পলাসনার গ্রামের কাছের একটি মোড়ে বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছেন অনেক মানুষ। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা ট্রাকটি একটি সাদা গাড়িকে ধাক্কা মারে।
দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি উল্টে গিয়ে আঘাত হানে আরও কয়েকটি গাড়িতে। ওই সময় বাসস্ট্যান্ডে অপেক্ষারত লোকজনের ওপর আঘাত হানে সাদা গাড়িটি। এতে ঘটনাস্থলেই ১৫ জনের প্রাণহানি ঘটে। আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ট্রাকটি ব্রেক ফেল করে। এরপর সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রচণ্ড গতিতে সেটি দুটি মোটরসাইকেল, একটি গাড়ি এবং তার পিছনের দিক থেকে আরেকটি ট্রাকে ধাক্কা দেয়। এছাড়া হাইওয়ের একটি বাসস্ট্যান্ডের কাছে থাকা ধাবায় এসে উল্টে যায়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ জুলাই ২০২৩