কক্সবাজারের উখিয়া-রামু মরিচ্যা বিজিবি চেকপোস্টের ইজিবাইক তল্লাশি করে ৩ লাখ টাকার মূল্যে ১ হাজার ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করেছে ৩০ বিজিবি৷
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাতে মরিচ্যা চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃত আসামি, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার করিম আহাম্মদের পুত্র তোফাইল আহাম্মদ (২৩)।
বিষয়টি নিশ্চিত করে রামু ব্যাটালিয়ন ৩০-বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, বৃহস্পতিবার রাতে সন্দেহজনক একটি ইজিবাইক থামিয়ে চালিয়ে ১ হাজার পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়৷ যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা৷ এসময় তার সাথে থাকা ইজিবাইকও জব্দ করা হয়৷ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের করে থানায় হস্তান্তর করা হয়েছে৷