বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মরিচ্যায় বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

শহিদ রুবেল::

কক্সবাজারের রামু উপজেলায় বিজিবির অভিযানে ৫শত পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

৮ নভেম্বর সন্ধ্যায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

তিনি জানান, কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে যাত্রী মো. রুবেল (২১) প্রথমে কোনো অবৈধ মালামাল থাকার কথা অস্বীকার করে।

তবে তল্লাশির এক পর্যায়ে তার প্যান্টের ডান পকেট থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত মো. রুবেল (২১) রামু উপজেলার ইয়াছিনের পুত্র।

আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
###


আরো খবর: