বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মমতার বাড়ি ভাঙচুরের ডাক, আটক যুবক-প্রেমিকা ও তার মা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
মমতার বাড়ি ভাঙচুরের ডাক, আটক যুবক-প্রেমিকা ও তার মা


কলকাতা, ২৯ আগস্ট – ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙচুরের পরিকল্পনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে রয়েছেন এক যুবক, তার প্রেমিকা ও তার প্রেমিকার মা।

গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, একটি হোয়াটস অ্যাপ গ্রুপের বার্তায় বলা হয়েছিল— মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে ভাঙচুর করা হবে। নবান্ন অভিযানের সময় যখন গোটা কলকাতাজুড়ে অশান্তি ছড়াবে সেই সুযোগ মুখ্য়মন্ত্রীর কালীঘাটের বাড়িতে হামলার পরিকল্পনা হয়েছিল। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

প্রাথমিকভাবে ওই যুবক পুলিশকে জানিয়েছে, প্রেমিকার মা তাকে এই বার্তা পাঠানোর জন্য বলেছিল। তবে কেন তাকে এই ধরনের বার্তা পাঠানোর জন্য় বলা হয়েছিল, তা পুলিশ খতিয়ে দেখছে।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে এক দফা এক দাবি মুখ্য়মন্ত্রীর পদত্যাগ দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্ন অভিযানকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল কলকাতার। কলকাতার বিভিন্ন এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। এমনকি পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছিল জনতা। ইতোমধ্য়েই নবান্ন অভিযানের এক নেতাকে পুলিশ আটক করেছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৯ আগস্ট ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মমতার বাড়ি ভাঙচুরের ডাক, আটক যুবক-প্রেমিকা ও তার মা first appeared on DesheBideshe.



আরো খবর: