মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৬ দশমিক ৭৮ শতাংশ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৬ দশমিক ৭৮ শতাংশ

ঢাকা, ২৩ জানুয়ারি – মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভায় নেয়া নব্বইটি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ৬১টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৬ দশমিক ৭৮ শতাংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে ছয়টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেয়া হয় ৯০টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৬১টি। ২৯টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে দুটি নীতি বা কর্মকৌশল এবং ১১টি চুক্তি বা প্রটোকল অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে চারটি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৩ জানুয়ারি ২০২৩

 


আরো খবর: