সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মণ্ডপ থেকে বিয়ের পোশাক, তৈরি সবকিছুই! ফাঁস হল পরিণীতি-রাঘবের বিয়ের দিনক্ষণ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
মণ্ডপ থেকে বিয়ের পোশাক, তৈরি সবকিছুই! ফাঁস হল পরিণীতি-রাঘবের বিয়ের দিনক্ষণ


মুম্বাই, ২১ আগস্ট – সেলিব্রিটি মানেই তাদের জীবনের প্রতিটি আপডেট সবসময় লাইমলাইটে থাকে। যেকোনও তথ্য তারা যতই গোপন করার চেষ্টা করুক না কেন, কোনও না কোনওভাবে তা ফাঁস হয়ে যায়। সে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে হোক কিংবা রণবীর কাপুর আলিয়া ভাটের বিয়ে। তবে কেন তালিকা থেকে বাদ পড়বে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ে?

কয়েক মাস আগেই বাগদান সেরেছেন এই জুটি। এবার সাত পাকে বাঁধা পড়ার পালা। বলিউড সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। সম্প্রতি এমনই খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। শোনা গিয়েছিল চলতি বছরই বিয়ে করবেন তারা। তবে এবারে প্রকাশ্যে এল দিন থেকে বিয়ের স্থান, সবটাই।

সম্প্রতি দেখা গেছে, রাজস্থানে বিয়ের ঝোঁক বেড়েছে বলিউড অভিনেত্রীদের মধ্যে। ক্যাটরিনা-ভিকি থেকে শুরু করে কিয়ারা আডবানী-সিদ্ধার্থ মালহোত্রা, প্রত্যেকেই রাজস্থানের দুর্গ থেকে পাঁচতারা হোটেলকেই বেছে নিচ্ছেন তাদের বিয়ের অনুষ্ঠানের জন্য। তাই সেই রাজস্থানকেই এবার বিয়ের ডেস্টিনেশন করলেন রাঘব ও পরিণীতি।

ইতোমধ্যে একাধিক আয়োজন সেরে ফেলা হয়েছে, শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই তোড়জোড় শুরু করে দেবেন পরিণীতি চোপড়া।

সূত্রের খবর, রাজস্থানে বিয়ের পর গুরুগ্রামে এক বিশেষ রিসেপশন পার্টির আয়োজন করবেন তারা। উদয়পুরের এক পাঁচতারা হোটেলে বসবে এই জুটির বিয়ের আসর।

এর আগে, গত ১৩ মে চুপিসারে বাগদান সেরেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। ধুমধাম করে হয়েছিল অনুষ্ঠান।

আইএ/ ২১ আগস্ট ২০২৩





আরো খবর: