ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – চলমান ভোটার তালিকা হালনাগাদ সরেজমিন দেখতে মাঠ পর্যায়ে যাচ্ছেন দুই নির্বাচন কমিশনার।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা তাদের সফরসূচি থেকে বিষয়টি জানা গেছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা জেলার ধামরাই ও সাভার উপজেলা সফর করবেন।
তিনি বেলা ১১টায় ধামরাই উপজেলা আন্ত:স্কুল ও মাদ্রাসা বার্ষিক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর বিকেল ৩টায় ধামরাইয়ে মোহাম্মদ ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দেখবেন।
এদিকে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বুধবার (২৬ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ জেলা সফর করবেন। এ সময় তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ২৩ নং মধ্য বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলার মিরকাদিম পৌরসভা ভবনে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করবেন।