তেহরান, ০৬ মে – সুইডেন ও ইরানের দ্বৈত নাগরিকত্ব থাকা এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান।
ভিন্নমতাবলম্বী বলে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে ইরানে ‘সন্ত্রাসবাদের’ সাথে জড়িত থাকার অভিযোগ ছিল।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ব্যক্তির নাম হাবিব চাব। ইরানের বিচার বিভাগের সূত্র দিয়ে এক প্রতিবেদনে এসব জানিয়েছে এএফপি।
বিচার বিভাগের মিজান ওয়েবসাইট অনলাইনে বলা হয়েছে, হারাকাত আল-নিদাল সন্ত্রাসী গ্রুপের প্রধান হাবিব চাবের মৃত্যুদণ্ড শনিবার সকালে কার্যকর করা হয়েছে। তার ডাকনাম হাবিব আসিউদ।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৬ মে ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::‘ভিন্নমতাবলম্বী’ হাবিব চাবেরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান first appeared on DesheBideshe.