শনিবার, ১৮ মে ২০২৪, ০১:১৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ভাসানচরে অবৈধভাবে গড়ে ওঠা ১৫ দোকান উচ্ছেদ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। ভাসানচর থানা পুলিশ ও ভাসানচরে দায়িত্বরত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

কক্সবাজারের ক্যাম্প থেকে ১ লাখ রোহিঙ্গাকে অধিকতর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয় করে ভাসানচর প্রস্তুত করে বাংলাদেশ সরকার। গত বছরের ডিসেম্বর থেকে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত ৬ দফায় ১৮ হাজার ৫২১ জন রোহিঙ্গা ভাসানচরে গেছে। আরও ৮০ হাজার রোহিঙ্গাকে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, ভাসানচরের বিভিন্ন ক্লাস্টারের সামনে থেকে ১৫টি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় এক মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে ওইসব স্থানে পুনরায় না বসার জন্য সতর্ক করে দেওয়া হয় উচ্ছেদকৃতদের।

সোমবারও (১ নভেম্বর) বিভিন্ন ক্লাস্টারের সামনে থেকে ২০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় ২ মামলায় ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।


আরো খবর: