শিরোনাম ::
ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেশে বিদেশে সম্পাদক নজরুল মিন্টোর সাক্ষাৎ সিলেটের প্রথম জয়ের দিনে ঢাকার টানা ষষ্ঠ হার কক্সবাজার সৈকতে খুলনার কাউন্সিলর টিপুকে গুলি করে হত্যা, আটক ২ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার রামুতে অটোরিকশার সাথে মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত মাইনাস টু’র আশা জীবনেও পূরণ হবে না জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন চিত্রনায়িকা নিপুণ থানা থেকে পালানো ওসিকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি পেকুয়ায় ২০ বছর গাড়ি চলাচল নেই রব্বত আলী পাড়া সড়কে! যে সংস্কারের পরিকল্পনা আছে সেটুকু এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ভারতে বিলুপ্তির ৭০ বছর পর চিতাশাবকের জন্ম

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
ভারতে বিলুপ্তির ৭০ বছর পর চিতাশাবকের জন্ম


নয়াদিল্লি, ২৯ মার্চ – ভারতে ৭০ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া চিতা প্রজাতির চারটি শাবকের জন্মো হলো। ভারতের পরিবেশমন্ত্রী এই তথ্য জানিয়েছেন।

বিবিসি এই খবর দিয়েছে।
গত কয়েক দশক ধরে প্রজাতিটি ফিরিয়ে আনতে চাইছে দেশটি। গত বছর নামিবিয়া থেকে আটটি চিতা ভারতে আনা হয়। গেল মাসে আরও ১২টি চিতা আনা হয় দক্ষিণ আফ্রিকা থেকে।

চারটি শাবকের জন্ম হয় কুনো ন্যাশনাল পার্কের অভয়ারণ্যে একটি স্ত্রী চিতার ঘরে। এটি গেল সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আনা হয়।

টুইটারে এই খবর জানিয়ে পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদব লেখেন, তিনি আনন্দিত। প্রজেক্ট চিতার পুরো টিমকে অভিনন্দন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই খবরকে স্বাগত জানিয়েছেন।

পাঁচ দিন আগে শাবক দুটির জন্ম হয় বলে ধারণা করা হচ্ছে। বুধবার এদের শনাক্ত করা হয় বলে জানিয়েছে ট্রাস্ট অব ইন্ডিয়া।

চীতা বিশ্বের সবচেয়ে দ্রুতগামী স্থল প্রাণী। শিকার ধরার জন্য এরা ঘণ্টায় ৭০ মাইল পর্যন্ত গতিতে দৌড়াতে পারে।

১৯৫২ সালে এটি ভারত থেকে বিলুপ্ত হয়। বিশ্বের সাত হাজার চিতার বেশির ভাগই আফ্রিকা বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও বতসোয়ানায় পাওয়া যায়।

এশিয়াটিক চিতা এখন শুধুমাত্র ইরানেই পাওয়া যায়। সেখানে ৫০টির মতো রয়েছে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ২৯ মার্চ ২০২৩





আরো খবর: