সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪


ব্রাহ্মণবাড়িয়া, ২৫ অক্টোবর – ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় এস আলম গ্রুপের এক কর্মকর্তা সুজন কান্তি দে (৪৪) পুলিশের হাতে আটক হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ মো. খাইরুল আলম। সুজন কান্তি দে’র বিরুদ্ধে এস আলম গ্রুপের অর্থপাচারে সহায়তার অভিযোগ আছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাকে আখাউড়া বন্দরে আটক করা হয়। আটক সুজন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর গ্রামের বাসিন্দা। আনোয়ারা থানার অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে আটক করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আনোয়ারা থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা আছে এবং ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান মো. খাইরুল।

পুলিশ জানায়, আটক সুজন গত ২৩ বছর ধরে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডে সিনিয়র ডেলিভারি অফিসার হিসেবে কর্মরত আছেন। দীর্ঘদিন কর্মরত থাকায় তিনি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ঘনিষ্ঠভাজন হয়ে ওঠেন এবং তাকে অর্থপাচারে সহায়তা করতেন বলে অভিযোগ আছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ অক্টোবর ২০২৪



আরো খবর: