বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ভারতের পাঠ্যপুস্তকে পাকিস্তানের বাবর আজম

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
ভারতের পাঠ্যপুস্তকে পাকিস্তানের বাবর আজম


নয়াদিল্লি, ২ এপ্রিল – বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। বিশ্বজুড়ে অসংখ্য অনুসারী পাকিস্তান অধিনায়কের। তবে বিস্ময়করভাবে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাঠ্যবইয়ে জায়গা হয়েছে বাবর আজমের। খবর পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া এক ছবিতে বিষয়টি নজরে আসে। ছবিতে দেখা যায়, বাবর ছাড়াও সেই ক্রিকেট তারকাদের তালিকায় বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, শচীন টেন্ডুলকার, ক্রিস গেইলসহ আছেন আরও কয়েকজন।

জানা যায়, বইটি ভারতের মাধ্যমিক শিক্ষাক্রমের একটি কোর্সের। বইটির একটি জায়গায় ক্রিকেটারদের নামের সঙ্গে তাদের ডাকনাম যুক্ত করার জন্য বলা হয়েছিল।

বইয়ের পৃষ্ঠার সেই ছবি তুলে ধরে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘বাবর আজম ভারতের অষ্টম শ্রেণীর “আইসিএসই” বইয়ে স্থান পেয়েছে। আলহামদুলিল্লাহ, বাবর আজম প্রতিদ্বন্দ্বী দেশেও পাকিস্তানকে গর্বিত করছেন।’

 

সাম্প্রতিক সময়ে নানা কারণেই পাকিস্তানের সেরা এই ব্যাটসম্যান সমালোচিত হয়েছেন। যার মধ্যে একটি ছিল বাবরের ইংরেজিতে যোগাযোগের অদক্ষতা। মিডিয়ায় কথা বলার সময় এ কারণে প্রায়ই সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে। সমালোচিত হয় তার অধিনায়কত্বও।

টুইটারে বাবর ভক্তরা সেই জবাবই যেন দেয়ার চেষ্টা করছেন। বলছেন, ভারতের কোর্স বইয়ে যুক্ত করা এটাই প্রমাণ করে যে, ‘বাবর আজম একটি ব্র্যান্ড।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ২ এপ্রিল ২০২৩





আরো খবর: