নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি – ভাতিজার বিয়ে বলে কথা। এভাবে ছাদ থেকে লাখ লাখ রুপি ওড়ালেন সাবেক পঞ্চায়েতপ্রধান। রুপি কুড়িয়ে নিতে বেসামাল অবস্থা বিয়েতে আসা অতিথিদের।
ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তাতেও যথেষ্ট নয়। তাই অনুষ্ঠানকে আরও জমকালো করতে ছাদ থেকে ওড়ানো হচ্ছে লাখ লাখ রুপি। আর সেই রুপি কুড়াতে লেগে গেছে হুড়োহুড়ি।
ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের মেহসানা জেলায়। রুপির ওড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
জানা গেছে, মেহসানা জেলার আগোল গ্রামের সাবেকপ্রধান করিম যাদব। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, গত ১৬ ফেব্রুয়ারি করিমের ভাতিজা রাজ্জাকের বিয়ে হয়। সেখানেই এ ঘটনা।
বিয়ের পরদিন গ্রামে শোভাযাত্রা নিয়ে বের হন করিম। এসময় পরিবারের সদস্যরা বাড়ির ছাদে উঠেন। সেখান থেকে ১০ রুপি, ২০০ রুপি ও ৫০০ রুপির নোট ওড়াতে শুরু করেন তারা। স্থানীয়দের দাবি, কয়েক লাখ রুপি ওড়ানো হয় ছাদ থেকে।
তবে লোকমুখে শোনা যাচ্ছে, এটা নাকি গুজরাটের স্বাভাবিক ঘটনা।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৯ ফেব্রুয়ারি ২০২৩