শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বড় জয় পেলো বিরোধী ন্যাশনাল পার্টি, পরাজয় স্বীকার ক্ষমতাসীন দলের

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
বড় জয় পেলো বিরোধী ন্যাশনাল পার্টি, পরাজয় স্বীকার ক্ষমতাসীন দলের


ওয়েলিংটন, ১৪ অক্টোবর – নিউজিল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে বিরোধীদল ন্যাশনাল পার্টি। নির্বাচনের প্রাথমিক ফল বলছে, ৪১ শতাংশ ভোট পেয়েছে ডানপন্থী হিসেবে পরিচিত এ দলটি। আর ইতোমধ্যে পরাজয় মেনে নিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ন্যাশনাল পার্টির জয়ের ফলে দলটির নেতা ক্রিস্টোফার লুক্সন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। বর্তমানে লেবার পার্টির নেতা নেতা ক্রিস হিপকিন্স দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে টানা ছয় বছর ধরে ক্ষমতায় থাকা দলটির হয়ে বেশিরভাগ সময়ে প্রধানমন্ত্রী ছিলেন নেতা জাসিন্দা আরদার্ন। তবে ৯ মাস আগে অনেকটা আকস্মিকভাবেই পদত্যাগ করেন তিনি।

ক্রিস হিপকিন্সের দায়িত্ব নেওয়ার ৯ মাসের মাথায় আজ শনিবার সাধারণ নির্বাচিত অনুষ্ঠিত হলো। আর এতে লেবার পার্টির বিপক্ষেই ভোট পড়ল কিউইদের।

নিউজিল্যান্ডের নির্বাচন কমিশন জানিয়েছে, ৫২ শতাংশ ভোট গণনা শেষে দেখে যাচ্ছে, ন্যাশনাল পার্টি ৪১ শতাংশ ভোট পেয়েছে। আর ক্ষমতাসীন লেবার পার্টি পেয়েছে মাত্র ২৬ শতাংশ ভোট। আর এসিটি পার্টি পেয়েছে ৯ শতাংশ ভোট।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৪ অক্টোবর ২০২৩





আরো খবর: