শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
রবিবার, ১১ মে ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বোরকা পরে পূজার শপিং করবেন অপু বিশ্বাস

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
বোরকা পরে পূজার শপিং করবেন অপু বিশ্বাস


ঢাকা, ০২ অক্টোবর – হিন্দুধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার কেনাকাটায় কোনো কমতি রাখতে চান না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিম্বাস। সম্প্রতি রাজধানীর সীমান্ত সম্ভারে একটি শো-রুম ভিজিট করতে হাজির হয়ে এমনটা জানিয়েছেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘এবার পূজো ঢাকাতেই করবো। জয়কে নিয়ে অনেক কিছু ভাবছি। আমাকে নিয়ে এখনও ভেবে উঠতে পারিনি। আরো দশদিন পর নিজেকে নিয়ে ভাববো। পূজা একটা ট্রেডিশনাল বিষয়। ওই ট্রেডিশনাল লুকটা আমি আসলে বার বারই আনতে চাই। পূজার ওই ট্রেডিশনাল লুকটা ব্যক্তি জীবনে খুব একটা প্রেজেন্ট করা হয় না। হয়তো বা ফটোশুটের ক্ষেত্রে হয়। এবার যেটা ইচ্ছে আছে সেটা হলো-গোল্ড দিয়ে আমাদের প্রতিমার যদি কোনো ডিজাইন করা যায় সেটা পূজায় পরার ইচ্ছা আছে। পূজায় পরিবারের অনেকেই আছেন যাদের গিফট দিতে হয়। আমি বোরকা পরে এসে লুবাবায় শপিং করে যাব। ডিসকাউন্ট আমি হাতছাড়া করতে চাই না।’

তিনি আরো বলেন, ‘এখানে এসে আমার ব্যাগে চোখ আটকে গেছে। শপিংয়ের জন্য লুবাবাতে এসে মনে হয়েছে সবগুলো ব্যাগই নিয়ে যাই। ধন্যবাদ লুবাবাকে কারণ তারা ৮০ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন। পূজাকে ঘিরে এই ডিসকাউন্ট দিয়েছেন। যতটুকু জানতে পেরেছি যেকোনো অকেশনে তারা এই ডিসকাউন্ট দিয়ে থাকেন।’

শোনা যায়, শাকিব খানের সঙ্গে বিয়ের পর হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন অপু বিশ্বাস। হিজাব-বোরকা পরাও শুরু করেছিলেন। সেসব ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে হয়েছিলেন প্রশংসিত। তবে শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর হিন্দু ধর্মই পালন করছেন তিনি।

গেল ঈদে সবশেষ মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘ছায়াবৃক্ষ’ নামের সিনেমা। সিনেমাটি চলতি মাসে মুক্তির পরিকল্পনা করছে এর প্রযোজনা প্রতিষ্ঠান।

আইএ/ ০২ অক্টোবর ২০২৩





আরো খবর: