শিরোনাম ::
ঝিনাইদহের সাবেক ২ এমপির অন্তর্বর্তী জামিন ১৫ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট, ৩ ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ চকরিয়ায় মহামারি প্রার্দুভাব মোকাবেলায় গৃহপালিত ৩০০ গরু ও ছাগলকে টিকাদান রামুর দক্ষিণ মিঠাছড়িতে পাহাড় কেটে পানের বরজ, জানেনা বন বিভাগ চকরিয়ায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই পলাতক আসামি গ্রেফতার ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ চকরিয়ায় মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানির ম্যানেজারসহ ১০ ঘন্টার ব্যবধানে তিনজন নিহত ঈদগাঁওতে ছোট ভাইয়ের হাতে খুন হলো বড় ভাই উখিয়ায় দেশীয় অস্ত্র ও গুলিসহ আটক ১
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বোমা হামলা চালিয়ে নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
বোমা হামলা চালিয়ে নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি


নয়াদিল্লি, ২২ এপ্রিল – ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য দপ্তরে এলো মালায়ালাম ভাষায় লেখা এক উড়োচিঠি।

তাতে, আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভাগ্য বরণ করতে হবে নরেন্দ্র মোদিকেও। রাজীব গান্ধীকেও হত্যা করা হয়েছিল যেভাবে।

গত সপ্তাহে বিজেপির কেরালা রাজ্যের সভাপতি কে সুরেন্দ্রনের দপ্তরে এ হুমকির চিঠি পাঠানো হয়। পরে চিঠিটি তিনি পুলিশের কাছে হস্তান্তর করেন।

ভারতীয় পুলিশ জানায়, এন কে জনি নামে এক ব্যক্তির নামে কোচি থেকে এই চিঠি ডাকযোগে পাঠানো হয়েছে। জনিকে খুজে বের করে তার বাড়ি যায় পুলিশ। তিনি পুলিশকে জানান, এমন কোনো চিঠি তিনি পাঠাননি।

জনির দাবি, তাকে ফাঁসাতে তার নাম ব্যবহার করে অন্য কেউ এ চিঠি পাঠিয়ে থাকতে পারেন।

তবে জনির হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখে কোনো মিল পায়নি পুলিশ।

হুমকির চিঠি প্রেরককে খুঁজে বের করতে না পারায় পুলিশের সমালোচনা করেছেন কেরালায় বিজেপি রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন।

কারণ, আগামী সোমবার দুই দিনের কেরালা রাজ্য সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তার আগেই এমন হুমকির চিঠিকে সাধারণভাবে নিচ্ছেন না তিনি।

তিনি বলেন, কেরালা সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিভিআইপি নিরাপত্তা পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। এই রাজ্যে ধর্মীয় চরমপন্থী দলগুলো খুব শক্তিশালী এবং সক্রিয়। এ পরিস্থিতিতে সরকারপ্রধানের নিরাপত্তাসংক্রান্ত প্রতিবেদন গণমাধ্যমে ফাঁস হওয়া গ্রহণযোগ্য নয়।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ২২ এপ্রিল ২০২৩





আরো খবর: