শিরোনাম ::
বৈরুতে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ১৫ পরীমণির প্রয়াত প্রথম স্বামী, কে এই ইসমাইল? চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে বছরে ৪ বিলিয়ন ডলার খুনিদের গোড়া থেকে নির্মূল না করলে আবার ষড়যন্ত্র করবে রোহিঙ্গা তরুণদের ‘ইয়ুথ মুভমেন্ট ফর আরাকান’ এ স্বদেশ ফেরার আকুতি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক চকরিয়ায় মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত চকরিয়া পেকুয়ার প্রবাসি রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে হেল্পডেক্স চালু সাগরে মাছ ধরতে গিয়ে ২৩ দিন ধরে নিখোঁজ চকরিয়ার সাহারবিলের জেলে কমল সেন নায়িকা পরীমণির প্রথম স্বামী নিহত: যা জানালো পুলিশ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বৈরুতে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ১৫

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪


বৈরুত, ২৩ নভেম্বর – মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের রাজধানী বৈরুতে একটি আবাসিক ভবনে হানাদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো ৬৩ জন।

শনিবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় ভোরে বৈরুতের মধ্যাঞ্চলীয় বাসতা এলাকায় এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কবার্তাও দেওয়া হয়নি। এদিন সকালে বৈরুতের উত্তর উপকণ্ঠের হাদাথ এলাকাতেও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণলায় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত ৬৩ জন।

ইসরায়েলের একের পর এক বোমা হামলার মধ্যে ঘুমন্ত নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসতার যে আবাসিক ভবনে হামলা হয়েছে, তার পাশের একটি ভবনের বাসিন্দা সামির। ষাটোর্ধ্ব এই ব্যক্তি বলেন, ‘হামলা এত শক্তিশালী ছিল যে মনে হচ্ছিল, ওই ভবন ধসে আমাদের মাথার ওপর এসে পড়বে।’ হামলার মুখে স্ত্রী–সন্তানদের নিয়ে ভোররাতে বাসা ছেড়ে পালান বলে জানান তিনি।

ধুঁকছে গাজার হাসপাতালগুলো

ফিলিস্তিনের গাজায় বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল ভোরে অবরুদ্ধ উপত্যকাটির বিভিন্ন এলাকায় ইসরায়েলের বোমা হামলা ও গোলাবর্ষণে অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ৪০ জনের বেশি। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজার অন্তত ৪৪ হাজার ৫৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন লক্ষাধিক।

ইসরায়েলি বাহিনীর হামলার মুখে গাজার স্বাস্থ্যসেবাব্যবস্থা ভেঙে পড়েছে। হাসপাতালগুলোয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানির ব্যাপক সংকট চলছে। এর মধ্যে অনেক হাসপাতালে আশ্রয় নিয়েছেন উদ্বাস্তু ফিলিস্তিনিরা।

গাজার ফিল্ড হাসপাতালগুলোর পরিচালক মারওয়ান আল–হামস গতকাল শুক্রবার সাংবাদিকদের জানান, ফিলিস্তিনি ভূখণ্ডের সব হাসপাতাল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অচল হয়ে যাবে, নয়তো সেবাদানের ব্যবস্থা একেবারে তলানিতে নেমে আসবে। এর কারণ হিসেবে জ্বালানি নিয়ে আসার ক্ষেত্রে ইসরায়েলের বাধার বিষয়টি উল্লেখ করেন তিনি।



আরো খবর: