শিরোনাম ::
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সম্পূর্ণ নিরাপদ – DesheBideshe পেকুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে মামলা কক্সবাজারে বিভিন্ন অপকর্মে রোহিঙ্গারা জড়িত: স্বরাষ্ট্র উপদেষ্টা মায়ানমার সরকার ও আরকান আর্মি উভয়ের সঙ্গে যোগাযোগ রাখছি : স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর ২৫ স্থানে সুলভ মূল্যে দুধ ডিম মাংস বিক্রি শুরু আজ দুর্যোগপূর্ণ ঢাকার বায়ু, সতর্ক থাকার পরামর্শ রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন প্রীতি? জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্রে যা আছে সেই রিফাত রশিদ এবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অন্টারিও প্রাদেশিক নির্বাচনে ডলি বেগমের হ্যাটট্রিক জয়
শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বৈধ অস্ত্র বহন, প্রদর্শন ও চলাফেরায় নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১১ জুন, ২০২৩


খুলনা, ১১ জুন – আগামীকাল সোমবার খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কেসিসি এলাকার মধ্যে ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বৈধ অস্ত্র বহন, প্রদর্শন ও চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোববার (১১ জুন) কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১০ জুন) খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা স্বাক্ষরিত পৃথক তিনটি গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা সিটি করপোরেশন নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী এলাকার মধ্যে সোমবার (১০ জুন) থেকে আগামী ১৪ জুন পর্যন্ত সব বৈধ অস্ত্রের লাইসেন্সধারীরা অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাফেরা করতে পারবেন না। তবে এ আদেশ নির্বাচন কাজে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পৃক্ত সব বাহিনীর সদস্য ও বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত প্রহরীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচ, সাধারণ ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার নির্বাচনে ভোটার পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এরমধ্যে নারী ভোটার দুই লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। বাকিরা পুরুষ ভোটার‌।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১১ জুন ২০২৩


আরো খবর: