মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বেলারুশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
বেলারুশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা


ওয়াশিংটন, ০৭ ডিসেম্বর – রাশিয়ার মিত্র দেশ বেলারুশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার চালানো আগ্রাসনে সহায়তা করাসহ দেশটির প্রসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ বাড়াতে নতুন করে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।

বেলারুশের মোট সাতজন ব্যক্তি ও ১১ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
গত ৫ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি থেকে এসব তথ্য জানা গেছে।

বেলারুশ সরকার দেশটির গণতন্ত্রপন্থী তার নাগরিক সমাজের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ। বেলারুশের লুকাশেঙ্কোর পরিবারের সদস্যরা আর্থিক দুর্নীতিতে জড়িত এবং ইউক্রেনে বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে বেলারুশের সহায়তা আছে। তাই বেলারুশের ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে মার্কিন অর্থ বিভাগের অধীন পরিচালিত বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় থেকে গত মঙ্গলবার নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এর এক দিন আগে জিম্বাবুয়ের নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠায় দেশটির উপর ভিসা বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৭ ডিসেম্বর ২০২৩





আরো খবর: