বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বেপরোয়া ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৭ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বেপরোয়া গতির ডাম্পারের ধাক্কায় এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মধুছড়া ক্যাম্পের আওতাধীন ক্যাম্প ৩ এর সেভেন রোড়ের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হাজেরা বিবি (৬)।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাজেরা বিবি রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির ডাম্পার গাড়ি ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় শিশুটি গুরুতর আঘাত পায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিশুটির মৃৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারে এক হৃদয় বিদারক পরস্থিতির সৃষ্টি হয়।

উল্লেখ্য, সম্প্রতি অদক্ষ চালকের বেপরোয়া গতিতে ডাম্পার চলাচল করায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবি তুলেছে এলকাবাসী।


আরো খবর: