শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বুরুন্ডিতে সোনার খনি ধসে নিহত ১৫ শ্রমিক

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
বুরুন্ডিতে সোনার খনি ধসে নিহত ১৫ শ্রমিক


গিতেগা, ০২ এপ্রিল – বুরুন্ডির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সোনার খনি ধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির একজন কর্মকর্তা রবিবার এ তথ্য জানিয়েছেন।

সিবিটোক প্রদেশের মাবাই কমিউনে শনিবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কমিউনের প্রশাসক নিকোডেমাস এনদাহাবোনিমানা।

নিকোডেমাস সাংবাদিকদের বলেন, ‘ভুক্তভোগীরা একটি অবৈধ খনিতে ভূগর্ভস্থ কূপে কাজ করছিলেন। ঘটনার বিষয়ে জানার পর উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্তদের উদ্ধারের জন্য তল্লাশি শুরু করে।’

প্রশাসক এই দুর্ঘটনার জন্য প্রবল বৃষ্টিপাতের মধ্যে রুগোগো নদীর উপচে পড়াকে দায়ী করেছেন, যা গর্তে প্লাবিত হয়েছিল।

বুরুন্ডির উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্বে প্রায়ই খনির বিপর্যয়ের খবর পাওয়া যায়। সেখানে খনি শ্রমিকরা কর্তৃপক্ষের নজরদারি এড়াতে রাতে কাজ করে।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ০২ এপ্রিল ২০২৩





আরো খবর: