বেইজিং, ১৯ অক্টোবর – চীন ও রাশিয়ার জ্বালানি সহযোগিতা বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাহায্য করছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।
চীনের সেন্ট্রাল টেলিভিশন রাশিয়া-চীনের এনার্জি বিজনেস ফোরামে প্রেসিডেন্ট শি’র দেওয়ার ভাষণ উদ্ধৃত করেছে। এতে শি বলেন, বেইজিং ও মস্কোর মধ্যে জ্বালানি সহযোগিতা দুই দেশের মধ্যে সমান, পারস্পরিক স্বার্থের এবং বাস্তবসম্মত সহযোগিতার একটি মডেল। আর এটি দুই দেশের এমনকি সমগ্র বিশ্বের জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা পালন করছে।
প্রেসিডেন্ট শি জোর দিয়ে বলেন, চীন বড় ধরনের জ্বালানি অংশীদারত্ব গড়ে তুলতে রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। দেশটি বৈশ্বিক জ্বালানি বাজারের দীর্ঘমেয়াদী, স্বাস্থ্যকর, স্থিতিশীল এবং টেকসই উন্নয়নের প্রচারে আরও বড় অবদান রাখতে প্রস্তুত বলে জানান তিনি।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৯ অক্টোবর ২০২৩