সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বিশ্বের সর্বত্র ফিলিস্তিনি নেতাদের নজরদারিতে রাখবে মোসাদ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
বিশ্বের সর্বত্র ফিলিস্তিনি নেতাদের নজরদারিতে রাখবে মোসাদ


জেরুজালেম, ২৪ নভেম্বর – হামাসের সঙ্গে ‍যুদ্ধবিরতি চুক্তি করলেও শিগগিরই তাদের নিশ্চিহ্ন করার মিশনে নামবে ইসরায়েল। এমনকি বিশ্বের যেখানেই থাকুক না কেন হামাসের শীর্ষ নেতাদের নজরদারিতে রাখবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ।

গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তেল আবিবে যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফাত্তাহকে বিতাড়িত করে ২০০৭ সাল থেকে গাজা শাসন করছে হামাস। তবে হামাসের প্রথম সারির প্রায় সব নেতা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারে থাকেন। আর দ্বিতীয় সারির অধিকাংশ নেতা লেবাননে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় ‍নিয়ে আসে হামাস। এরপর থেকে হামাসকে নিশ্চিহ্নের নামে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে গাজায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

তবে আজ শুক্রবার কাতারের মধ্যস্থতায় গাজায় হামাস ও ইসরায়েলের চার দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তির অংশ হিসেবে প্রথম দফায় ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। তাদের মুক্তির বিনিময়ে গাজায় জিম্মি ৫০ জনকে মুক্তি দেবে হামাস।

সূত্র: কালবেলা
আইএ/ ২৪ নভেম্বর ২০২৩



আরো খবর: