শিরোনাম ::
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অজয়

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অজয়


ওয়াশিংটন, ২৩ ফেব্রুয়ারি – মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মাস্টারকার্ডের সাবেক প্রধান নির্বাহী অজয় বাঙ্গাকে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন। এএফপির খবরে বলা হয়েছে, বিশ্বব্যাংকের বর্তমান প্রধান ডেভিড ম্যালপাস পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বাইডেন এমন সিদ্ধান্ত নিলেন।

খবর অনুসারে, বৈশ্বিক উন্নয়নে ঋণদাতা প্রতিষ্ঠানটি সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের মনোনয়ন গ্রহণ শুরু করেছে। আগামী ২৯ মার্চ পর্যন্ত মনোনয়ন নেওয়া হবে। নারী প্রার্থীদের মনোয়নে ব্যাপকভাবে উৎসাহ দিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সাধারণত যুক্তরাষ্ট্র থেকেই হয়। অন্যদিকে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের প্রেসিডেন্ট পর্যায়ক্রমে ইউরোপীয় দেশ থেকে হয়।
৬৩ বছর বয়সী ভারতীয়-আমেরিকান বাঙ্গা বর্তমানে ইকুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। পূর্বে তিনি মাস্টারকার্ডের প্রধান নির্বাহী ছিলেন।

বাইডেন এক বিবৃতিতে বলেছেন, জলবায়ু পরিবর্তনসহ আমাদের সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি সম্পদ সমাবেশ করতে বাঙ্গার ‍গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে।

বিশ্ব ব্যাংকের বর্তমান প্রধান ডেভিড ম্যালপাসকে ২০১৯ সালে মনোনয়ন দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে তিনি ঘোষণা দেন, প্রায় এক বছর আগেই তিনি পদত্যাগ করতে চান। তার প্রকৃত মেয়াদ শেষ হতো ২০২৪ সালে।

সূত্র: বিডিপ্রতিদিন
আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৩





আরো খবর: