সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বিশ্বকাপ ফাইনালে হেডের অনন্য সেঞ্চুরি

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
বিশ্বকাপ ফাইনালে হেডের অনন্য সেঞ্চুরি


নয়াদিল্লি, ১৯ নভেম্বর – বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করলেন ট্রাভিস হেড। কিন্তু গ্যালারিতে নিস্তব্ধতা। ভারতীয় সমর্থকদের কাছ থেকে যে একটু একটু করে হতাশ করতেই আছেন অস্ট্রেলিয়া ব্যাটার।

বিশ্বকাপ ফাইনালে রান তাড়ায় দ্বিতীয় সেঞ্চুরি এটি, প্রথমটি ১৯৯৬ সালে করেছিলেন অরবিন্দ ডি সিলভা, অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

পায়ের ব্যবহার করে চার, এরপর মিড অনের একটু ওপর দিয়ে আরেকটি চার। হেড ভাগ্যকে পাশে পেয়েছেন, সুযোগও কাজে লাগিয়েছেন দারুণভাবে। কুলদীপের বলে এরপর ডাবলস নিয়ে যান ৯৯ রানে। এরপর চুরি করেছেন সিঙ্গেল, জাদেজার থ্রো সরাসরি লাগলে হয়ত আউট হতে পারতেন। তবে তাতে কিছু যায় আসে না। হেড পেয়ে গেছেন সেঞ্চুরি! ২০১১ সালে মাহেলা জয়াবর্ধনের পর বিশ্বকাপ ফাইনালে প্রথম সেঞ্চুরি।

৯১ বলে আর ৪৯ রান দরকার অস্ট্রেলিয়ার। ৯৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হেড।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৯ নভেম্বর ২০২৩

 





আরো খবর: