শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বিমানবন্দরে ইয়াবাসহ প্রবাসী আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

১৫ হাজার পিস ইয়াবাসহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবগামী এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতের নাম মো. রুবেল, তিনি চাঁদপুরের বাসিন্দা।

শনিবার বিকেলে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ১ নম্বর হেভি লাগেজ গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, বিকেলে সৌদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল রুবেলের। ছয় বছর সৌদি আরবে ছিলেন রুবেল। টিকটক অ্যাপে তিনি ভিডিও বানাতেন। সেই সুবাদে সেখানে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসীর সঙ্গে তার পরিচয় হয়।

মামুনই তাকে তিন লাখ টাকা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ থেকে সৌদিতে ইয়াবা পরিবহনের চুক্তি করেন।
মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, বিমানবন্দরে রুবেলের আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তার লাগেজের ভেতরে লুকানো ইয়াবা জব্দ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরো খবর: