সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বিভাগীয় ক্রীড়ায় কক্সবাজার জেলা প্রশাসন দলের ব্যাপক সাফল্য

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৫ মে, ২০২২

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চট্টগ্রাম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসন দল অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ১৩ ও ১৪ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে ২ ব্যাপী বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসন দল ৬টি ইভেন্টে ১ম পুরস্কার, ২ টি ইভেন্টে ২য় পুরস্কার, ৩ টি ইভেন্টে ৩য় পুরস্কার অর্জন করে। এছাড়া বালক গ্রুপে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কক্সবাজার জেলা দলের এথলেট ওমর ফারুক।

কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবদুল খালেক পাটোয়ারীর সার্বিক তত্তাবধানে কক্সবাজার জেলা হতে ২৮ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেন। কক্সবাজার জেলা দলের দলনেতা ছিলেন আ. ম. ম হারুন অর রশিদ। টিমের সার্বিক সহযোগিতায় ছিলেন অনিক দে বাবু ও আলী রেজা তসলিম।

এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে. এম আলী আজম। ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ ও কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রাবস্তী রায় উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি স্বপন কান্তি পাল, সমিতির কর্মকর্তা এহছানুল করিম, সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল আলম ফরিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আরো খবর: