শিরোনাম ::
কক্সবাজারে মাহফিল থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গ্রেনেডসহ নয় মামলার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার চকরিয়া আসছেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম নাইক্ষ্যংছড়িতে ২ দিনে অনুপ্রবেশকালে মিয়ানমারের ২৪ নাগরিককে পুশব্যাক উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আবারো অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড উদ্ধার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার “আমরা সবাই মিলে দেশটাকে পূর্ণগঠন করবো”- এডিশনাল ডিআইজি মোঃ খায়রুল ইসলাম নাইক্ষ্যংছড়িতে আ.লীগ সভাপতিসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা, আটক ৩ কক্সবাজারে কলার সঙ্গে ইয়াবা খেয়ে ঢাকায় গিয়ে ধরা লামায় আলোচিত ইউএনও কামরুল হোসেনকে উখিয়ায় পদায়ন
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বিজিবি কক্সবাজার রিজিয়নে এক বছরে হাজার কোটি টাকার অবৈধ অস্ত্র,মাদক ও চোরাচালানী সামগ্রী আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

বিজিবি কক্সবাজার রিজিয়নের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শহিদ রুবেল::

বিজিবি কক্সবাজার রিজিয়নের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান, এসবিপি, ওএসপি, বিএসপি এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৬ষ্ঠ বছরের এই বাহিনী সীমান্ত এলাকার সন্ত্রাসী কার্যকলাপ, চোরাচালান, এবং অনুপ্রবেশ রোধে প্রতিনিয়ত নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশেষত, মিয়ানমারের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় সজাগ থাকা এবং অনুপ্রবেশ প্রতিরোধে রিজিয়নের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

গত এক বছরে বিজিবির কক্সবাজার রিজিয়ন প্রায় ৯৯৯.১০ কোটি টাকার অবৈধ অস্ত্র, মাদক এবং অন্যান্য চোরাচালানী সামগ্রী আটক করেছে। এছাড়াও, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া ৪৩৬ জন মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্যের নিরস্ত্রীকরণ এবং সুষ্ঠু প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করায় কক্সবাজার রিজিয়ন প্রশংসিত হয়েছে।

কক্সবাজার রিজিয়নের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি এক বিবৃতিতে জানান, বাহিনীটি দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও শক্তিশালীভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি ঐতিহ্যবাহী বাহিনী যা প্রায় ২২৯ বছর ধরে দেশের সীমান্ত রক্ষায় কাজ করে আসছে। ২০১৮ সালের ৮ নভেম্বর, ঢাকায় পিলখানায় আনুষ্ঠানিকভাবে কক্সবাজার রিজিয়নের যাত্রা শুরু হয়।

বর্তমানে রামু ও বান্দরবান সেক্টরসহ রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়ন বিভিন্ন অভিযানে সফলতা দেখিয়ে আসছে।

###


আরো খবর: