শিরোনাম ::
গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা পেকুয়ায় মহেশখালীতে মদ ভেবে কেমিক্যাল খেয়ে মাদক নির্মূল কমিটি সদস্যের মৃত্যু সেন্টমার্টিনকে বাঁচাতে বিধিনিষেধ দেওয়া হয়েছে : উপদেষ্টা টেকনাফে অভিযানে উদ্ধার তাজা রকেট হিট কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই তথ্য গোপন করে বিয়ের পিড়িতে কক্সবাজারের নুর! কক্সবাজার এসএসসি ৯৯ ক্রিকেট টুর্ণামেন্টে বেঙ্গল ৯৯ ও লিজেন্ড ফাইটার্স ৯৯ চকরিয়া’র শুভ সূচনা কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ সবার আগে নির্বাচনী সংস্কার দরকার মসজিদে নববীর আদলে করা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মাহমুদুর রহমান দেশপ্রেমের জীবন্ত প্রতীক
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বিজিবির পৃথক তিনটি অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

শহিদ রুবেল::

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির এক দিনে তিনটি পৃথক অভিযানে মোট ৩৬ হাজার ৫৮৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

২০ অক্টোবর ২০২৪ তারিখে রেজুখাল চেকপোস্ট, রেজুআমতলী এবং ঘুমধুম বিওপি এলাকাগুলোতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী পিএসসি।

বিজিবি জানায়, ২০ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়নের রেজুখাল চেকপোস্টের নিয়মিত টহলদল গোপন তথ্যের ভিত্তিতে ব্রিজের নিচে একটি ঝোপের ভেতরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৮৫ পিস ইয়াবা উদ্ধার করে।

একইদিন রাতে ঘুমধুম বিওপির বিশেষ টহলদল জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।

অপর অভিযানে রাতে রেজুআমতলী বিওপির টহলদল সীমান্ত পিলার-৪০ থেকে ৫ কিলোমিটার অভ্যন্তরে জলিলের গোদা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৩০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি বলেন, “আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং মাদক চোরাচালান রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।”

তিনি আরও জানান, বিজিবি এসব অভিযানের মাধ্যমে মাদকের চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সফলতা অর্জন করছে।


আরো খবর: