শহিদ রুবেল::
সীমান্ত এলাকায় বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ৫০০ কেজি ইউরিয়া সারসহ ১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সোমবার তুমব্রু এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিমকুল নামক স্থানে এই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়,সীমান্ত পিলার-৩৪ থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিমকুল নামক স্থানে তুমব্রু বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে মোঃ ফারুক হোসেন (৩১), পিতা-মৃত আব্দুল হাকিম, কুতুপালং এফডিএমএন ক্যাম্প-০৭ কে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ৫০০ কেজি ইউরিয়া সার মজুদ করার সময় আটক করা হয়।
আটককৃত আসামিকে সারসহ নিয়মিত মামলার মাধ্যমে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী পিএসসি।
এর আগে একই দিন সোমবার ঘুমধুম বিওপির সদস্যরা সীমান্ত পিলার-৩২ এর কাছাকাছি করিডোর নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ বাংলাদেশি মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ৫০ কেজি ইউরিয়া সার, ১৩ কেজি পিয়াজ, ৪ কেজি টোপ পেরাগ, ৭২ বোতল পিওরো আপ, ১৯২ প্যাকেট সফট কেক, ৪০০টি গ্যাস লাইট, ৯ বোতল টাইগার ড্রিংকসহ অন্যান্য সামগ্রী ছিল।