মাঝ সমুদ্রে ভারতীয় জলসীমায় বিকল হয়ে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হওয়া ২০ বাংলাদেশি জেলেকে নিজ দেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।
রোববার দুপুরে বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ ইন্টান্যাশনাল মেরিটাইম বর্ডার লাইনে অর্থাৎ আন্তর্জাতিক জলসীমায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি জেলেদের নিজ দেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
গত ২৬ ডিসেম্বর ‘আল্লাহর দান’ নামের ওই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে মাঝ সমুদ্রে জেলেদের বহনকারী ওই ট্রলারের খোঁজ পায় ভারতীয় জেলেরা।
সেখান থেকে তাদের উদ্ধার করে পারাদীপ উপকূলরক্ষী বাহিনী। পারাদীপ ও হলদিয়া উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে বর্ডার এলাকায় গিয়ে বাংলাদেশি জেলেদের সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সরোজিনী নাইডু জাহাজে প্রত্যর্পণ চুক্তি করে জেলেদের ফিরিয়ে দেওয়া হয়। হলদিয়া উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।