বিএনপি ‘না’ রোগে আক্রান্ত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আরও বলেন, নির্বাচনেও না, উন্নয়নেও না। কখন বিএনপি নিজেই না হয়ে যায়, তা বলা যায় না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, দলকানা হতে গিয়ে তিনি বুদ্ধিহীন হয়ে গেছেন। এজন্য গত ৫০ বছরে বাংলাদেশের অর্জন, উন্নয়ন ও অগ্রগতি তার চোখে পড়ে না বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।
রোববার বিকেলে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘন্টা সম্প্রচার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি, জামায়াত নেতিবাচক রাজনীতি এবং দেশবিরোধী ষড়যন্ত্র না করলে বাংলাদেশ আরও এগিয়ে যেতো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।