বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বালুখালী পানবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আলমগীর বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি ইয়াবার অন্যতম ডিলার আলমগীর বিপুল পরিমাণ ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে।

সে বালুখালীর মৃত নুর আহমদ এর পুত্র এবং তারা পুরাতন রোহিঙ্গা। ক্ষমতাসীন দলের জনৈক মাদক সম্রাটের ছত্রছায়ায় আলমগীরের পুরো পরিবার জাতীয় পরিচয়পত্রও হাতিয়ে নিয়েছে বলে সূত্রে জানা যায়।

তার আরেক আপন বড় ভাই বহু মামলার আসামী ও শীর্ষ মাদক কারবারি সৈয়দ নূর দেড় বছর আগে ইয়াবা সহ আটক হয়ে কারাগারে আছেন। টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার বাড়িতে অভিযান চালিয়ে বাড়ি ঘেরাও করে বস্তাভর্তি ইয়াবা নিয়ে আটক করে জেলে প্রেরণ করেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, কক্সবাজারে ইয়াবার কারবারে তাদের রয়েছে বিশাল একটি সিন্ডিকেট।

এছাড়া অবৈধ টাকার জোরে ভাগিয়ে নিয়েছেন বালুখালী পান বাজার এলাকার ব্যবসায়ী সমবায় সমিতির গুরুত্বপূর্ণ পদও এবং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের রেশন সিন্ডিকেট তাদের নিয়ন্ত্রণে চলে। আটক আলমগীর ও তার ভাই বহু মামলার আসামী সৈয়দ নূরের রয়েছে মিয়ানমারের ইয়াবা উৎপাদনকারীর সাথে সরাসরি সম্পৃক্ততা। প্রতি সপ্তাহে মিয়ানমার হতে সরাসরি তাদের নামে বিশাল ইয়াবার চালান বালুখালীতে আসে।


এলাকাবাসীর অভিমত, আটক ইয়াবা ডিলার আলমগীর কে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে ইয়াবা সিন্ডিকেটে কারা কারা জড়িত তাদের নাম বেরিয়ে আসবে। তাই বিষয়টি  খতিয়ে দেখার দাবী পাশাপাশি তার বোনের জামাই মাহমুদুল হককে আইনের আওতায় আনার অনুরোধ  এলাকাবাসীর।


আরো খবর: