সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বার্সেলোনা থেকে আনা ফুটবল জেলা প্রশাসকের হাতে তুলে দিলেন মেয়র মুজিব

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

সংবাদ বিজ্ঞপ্তি :
রাষ্ট্রীয়ভাবে ১১দিনের বিদেশ সফরে গিয়ে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার জন্য বিশেষ উপহার সরূপ কাতালুনিয়ার বার্সেলোনা শহরের ঐতিহ্যবাহী বার্সেলোনা ক্লাব থেকে দু’টি ফুটবল এনেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
বুধবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের হাতে এই ফুটবল দু’টি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন মেয়র মুজিব।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, ফুটবল সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন এবং সদস্য এম.আর মাহবুব ও তসলিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ব্যতিক্রমী এমন উপহার পেয়ে ক্রীড়াবান্ধব মেয়রকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
প্রসঙ্গত: যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্সে ১১দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান মেয়র মুজিবুর রহমান।


আরো খবর: