রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বারনসীতে জয়ী হলেন মোদি

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
বারনসীতে জয়ী হলেন মোদি


নয়াদিল্লি, ০৪ জুন – ভারতের লোকসভা নির্বাচনে বারানসীতে নিজের আসনে জিতেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেড় লাখেরও বেশি ভোটে তিনি প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজয় রায়কে পরাজিত করেছেন।

এরফলে বারানসী থেকে জয়ের হ্যাটট্রিক করলেন মোদি। ভোট গণনার পর দেখা যায়, শুরুতে অজয় রায় ছয় হাজার ভোটে এগিয়ে ছিলেন। তবে কিছুক্ষণ পরেই ভোটের পাল্লা ভারী হতে শুরু করে নরেন্দ্র মোদির দিকে।

মোদি ৬ লাখ ১১ হাজার ৪৩৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭ ভোট। ব্যবধান এক লাখ ৫২ হাজার ৫১৩ ভোটের।

২০১৯ সালে এই কেন্দ্রে ৬৩ দশমিক ৬২ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ওই সময় সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদবকে হারিয়েছিলেন ৪ লাখ ৭৯ হাজার ৫০৫ ভোটে।

তৃতীয়বার ক্ষমতায় এলে জওহরলাল নেহেরুর পর নরেন্দ্র মোদি হবেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ জুন ২০২৪





আরো খবর: