ঢাকা, ০৪ ডিসেম্বর – ঢাকার বাতাসের অবস্থা আজ খুবই খারাপ। গত কয়েক মাসে দূষণের শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর ও দিল্লিকে ছাড়িয়ে সেই অবস্থানে ঢাকা। ঢাকায় আজ বায়ুদূষণের মাত্রা ২৫৯। অন্যদিকে বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইজিপটের কায়রো। তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ।
আজ বুধবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে দিয়েছে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
এদিকে সূচকের হিসাব অনুযায়ী দ্বিতীয় অবস্থানে থাকা কায়রোর দূষণমাত্রা ২৪১। এই শহরও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদে দূষণের মাত্রা ১৮৯। এই শহরের বায়ুদূষণ আজ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দূষণমাত্রা ১৮৭ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। আর পঞ্চমে নেমে এসেছে পাকিস্তানের করাচি ১৮৪, এই শহরের বাতাস আজ মাঝারি পর্যায়ে।
একইভাবে একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।