মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বান্দরবানে মাসব্যাপী ঐতিহ্যবাহী ক্রীড়া মেলা

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানে ১ একমাস ব্যাপী ঐতিহ্যবাহী ক্রীড়া মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

১৮ নভেম্বর সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে এই সাংবাদিক সম্মেলন করা হয়।

বান্দরবান সম্মিলিত ক্রিয়া পরিষদের সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান সম্মিলিত ক্রীড়া সংগঠনের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম মামুন, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজেশ্বর দাস, নিনি প্রু, শামসুল হক রনি সহ ক্রীড়া সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রথমবারের মতো বান্দরবানে ১ মাস ব্যাপী ঐতিহ্যবাহী ক্রীড়া মেলার আয়োজন করা হয়েছে। যেটা অত্যন্ত প্রশংসার দাবিদার। বান্দরবানে আগত পর্যটকদের কথা চিন্তা করে এই মেলার আয়োজন করা হয়েছে। যেটা বান্দরবানের পর্যটন খাত ও ক্রীড়াঙ্গনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

আগামী ২৩ নভেম্বর সাঙ্গু নদীতে ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতার মধ্য দিকে ১ মাস ব্যাপী এই ক্রীড়া মেলার শুভ উদ্বোধন করা হবে। যেখানে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে। সকলের বিশ্বাস বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের এই বিশেষ আয়োজন বান্দরবানে আগত সকল পর্যটকদের বাড়তি আনন্দ দিয়ে বান্দরবান ভ্রমণকে অনেক বেশি আনন্দময় করে তুলবে।


আরো খবর: