রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানে নিরাপদ খাদ্য আইন আদালত কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
আজ ২৮ মার্চ সোমবার সকালে সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এর নেতৃত্বে বান্দরবান বাজারে মোবাইল এই কোর্ট অভিযান পরিচালিত হয়।
এই সময় মোবাইল কোর্ট অভিযানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা ডা: সুমধু চক্রবর্তী, বান্দরবান মুদির দোকান বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিমল দাশ, জুডিশিয়াল কোর্ট এর নাজির মোহাম্মদ শহীদ সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।
মোবাইল কোর্ট অভিযানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও খাদ্য বিষয়ক কর্মকর্তা বান্দরবানে অবস্থানরত বাজারের বিভিন্ন খাবার হোটেল ও মুদির দোকান পরিদর্শন করেন এছাড়া মেয়াদ উত্তীর্ণ খাবার ও জিনিসপত্র ও বিভিন্ন ভেজাল পণ্য জব্দ করেন। পরে প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করেন ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড চোখে পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।