বান্দরবানে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটকরা কক্সবাজারের উখিয়ার থ্যাংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী।
পুলিশ জানায়, ফজল নামে এক মাঝির মাধ্যমে কাজের উদ্দেশ্যে ২০ রোহিঙ্গা নাগরিক বান্দরবানে আসে। পরে রাত্রি যাপনের জন্য তাদেরকে শহরের হোটেল পর্বত নামে একটি আবাসিক হোটেলে রাখা হয়। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল পর্বতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় হোটেলে তল্লাশি চালিয়ে ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
বান্দরবান জেলার পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, পুলিশের বিশেষ অভিযানে শহরের একটি হোটেল থেকে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদেরকে শরণার্থী ক্যাম্পে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।