শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বাগেরহাটে সম্মেলন ঘিরে সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫




বাগেরহাট, ২০ ফেব্রুয়ারি – বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত এক নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া শওকত হোসেন (৫০) ধোপাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।

তার মৃত্যুর খবরে দলের স্থানীয় সমর্থকরা বাগেরহাট-চিতলমারী সড়কের দেপাড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি দুপুরে দেপাড়া বাজার এলাকায় দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইউনিয়ন বিএনপির এক সভাপতি প্রার্থীসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে সভাপতি প্রার্থী মো. লিয়াকত হোসেনকে বাগেরহাটের জেলা হাসপাতালে এবং তার ভাই শওকত হোসেন ও যুবদল নেতা জুয়েল রানাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শওকতকে ঢাকায় পাঠানো হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২০ ফেব্রুয়ারি ২০২৫

 



আরো খবর: