শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪


ঢাকা, ২৭ ডিসেম্বর – অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ-চীন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সরকার অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে আগ্রহী।’

গত সোমবার ঢাকায় চীন-বাংলাদেশ সম্পর্ক বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে বাংলাদেশ চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে।’

এ সময় দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মানবোধ ও আত্মবিশ্বাসের ওপরে গড়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। সেই সঙ্গে চীনে বাংলাদেশের রফতানি বাড়ানোর আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ-চীন সম্পর্ক প্রসঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘সব সংকটে বাংলাদেশের পাশে ছিল চীন। কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা বাংলাদেশ ছেড়ে যায়নি। সব প্রকল্প সময়মতোই শেষ হয়েছে। ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই চলবে এবং অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে চীন।’



আরো খবর: