ঢাকা, ০৪ মার্চ – পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। উভয়পক্ষ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া এই সাক্ষাতের তথ্য সোমবার (৩ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এই প্রেক্ষাপটে তারা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্রসচিব কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন। অন্যদিকে, চীনা রাষ্ট্রদূত দুই দেশের জনগণের মধ্যে আদান-প্রদান আরও গভীর করার বিষয়ে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন।
রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রসচিব চীনের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন এবং টেকসই প্রত্যাবাসন সহজতর করার জন্য আরও সহায়তার আশা প্রকাশ করেন।