ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – বাংলাদেশে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ভবিষতে বাংলাদেশের সঙ্গে মাস্কের কোম্পানির সহযোগিতার সম্ভাবনা নিয়েও তারা আলাপ করেন বলে তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস অফিস।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুবাইতে অবস্থানরত প্রধান উপদেষ্টা স্পেসএক্স ও টেসলার প্রধান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে কথা বলেন।
দ্বিতীয়বারের মত ক্ষমতায় আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ইলন মাস্ক এখন প্রায় খবরের শিরোনাম হচ্ছে। মাস্কের অধীনে দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই)। ট্রাম্প তাকে ফেডারেল সরকারের ব্যয় কমানো বিষয়ক প্যানেলের দায়িত্ব দিয়েছেন।
গত মঙ্গলবার স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা ভুটানে চালু হয়। ইলন মাস্ক সম্প্রতি তার এক্স হ্যান্ডেলে পাহাড়বেষ্ঠিত দেশটিতে এ কার্যক্রম শুরুর ঘোষণা দেন। বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ বিস্তৃত করতে ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানিটি বিভিন্ন দেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে কাজ করছে।
সূত্র : বিডিনিউজ