মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধে অবরোধের হুমকি বিজেপি নেতা শুভেন্দুর

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪


কলকাতা, ০৬ ডিসেম্বর – বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ করে দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। একইসঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত অবরোধ করার হুমকিও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে কলকাতার ধর্মতলার রাণী রাসমণি অ্যাভিনিউতে ৫০টি সনাতনী সংগঠনের ডাকে আয়োজিত সমাবেশে হিন্দুদের ‘জেগে ওঠার ডাক’ দেন তিনি। এই সমাবেশ থেকে আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঘোজাডাঙ্গা সীমান্ত অবরোধ করার ঘোষণা দেন এই বিজেপি নেতা।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিকার করছে না অভিযোগ করে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। গোটা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং কারাবন্দী ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সক্রিয় ভূমিকা নিতে অনুরোধও জানান তিনি।

সমাবেশ থেকে একাধিক কমসূচি ঘোষণা করে শুভেন্দু অধিকারী জানান, অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিন স্মরণে ৬ ডিসেম্বর (শুক্রবার) রাজ্যজুড়ে ‘শৌর্য দিবস’ পালন করা হবে। এদিন কলকাতার শ্যামবাজার থেকে সিঁথির মোড় পর্যন্ত মিছিল বের করা হবে। এছাড়া ১০ ডিসেম্বর সকাল ১০টায় বিজেপি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের দাবিতে ঘোজাডাঙ্গা সীমান্ত অবরোধ করবে।

বাংলাদেশের সঙ্গে ভারতের বৈদেশিক বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবি করে ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদের বেলডাঙ্গার ইসকন আশ্রমের অধ্যক্ষ কার্তিক মহারাজ প্রতিবাদ সমাবেশে বলেন, হিন্দু নির্যাতন বন্ধ না হলে বৃহৎ আকারের আন্দোলন গড়ে তুলবো।



আরো খবর: