শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বাংলাদেশের ক্রিকেটারদের ‘কমনসেন্স’ নিয়ে সন্দেহ সালাহউদ্দিনের

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

ঢাকা, ০৪ জানুয়ারি – বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশীদের দাপট সবসময়ই। এবার কিছুটা ব্যতিক্রম হলেও আধিক্যটা বিদেশীদের দখলেই। বেশিরভাগ স্থানীয় ক্রিকেটাররা ভালো পারফর্ম করছেন না। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতেছে ৬ উইকেটে। তবে মোহাম্মদ রিজওয়ানের দায়িত্বশীল ব্যাটিং ও অসাধারণ ফিফটিতে জয়ের ভিত তৈরি হয়েছিল।

এমন পরিস্থিতিতে স্থানীয় ক্রিকেটারদের কাছে কোচদের কি প্রত্যাশা। এমন উত্তরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন জানান তিনি স্থানীয় ক্রিকেটারদের কাছ থেকে সাধারণ কমনসেন্স আশা করেন।

শনিবার ম্যাচ শেষে সংবাদসম্মেলনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এই উত্তর দেন। সালাহউদ্দিন বলেন, ‘আমি স্থানীয় ক্রিকেটারদের কাছ থেকে সাধারণ কমনসেন্স আশা করি। কিন্তু তাদের এই কমনসেন্স আছে কি না সেটা আছে কিনা তা আমার জানা নেই। কারণ একজন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে ১৫ বছর ধরে খেলেছে, তিনি জানেন তার দায়িত্বটা কি! কিভাবে খেলতে হবে তাকে। কিন্তু এই কমনসেন্সটা যদি না থাকে, তাহলে হতাশ হওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই।’

সূত্র: দেশ রূপান্তর

 


আরো খবর: